Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বরগুনা্য জেগে উঠা চরের প্রাকৃতিক সৌন্দর্য
বিস্তারিত

দেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কূলঘেঁষা জেলা বরগুনা। পর্যটনে এ এলাকার খুব একটা পরিচিতি নেই। যদিও জেলাটি দক্ষিণ বাংলার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যস্থল হিসেবে চিহ্নিত। এর প্রাকৃতিক সৌন্দর্যভরা স্থানগুলোর সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটা ও সুন্দরবন মিলে গড়ে উঠতে পারে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন (ইটিজেড)।জেলার পর্যটন স্থানগুলোর মধ্যে রয়েছে- সদর উপজেলার গোড়াপদ্মা, ছনবুনিয়া, বাইনচটকির চর, খাকদোন নদীর মোহনা, তালতলীর রাখাইন পল্লী, আশারচরের সমুদ্র সৈকত, শুঁটকি পল্লী, সোনাকাটা, সোনার চর, পাথরঘাটার লালদিয়ার চর, সুন্দরবনের কটকা, কচিখালী, ডিমের চর এবং দুবলার চরসহ আরও কিছু স্থান।